দুর্বৃত্তের আগুনে কৃষকের ২০০ মণ ধান পুড়ে ছাই
২৬ এপ্রিল ২০২৫ ২২:০২
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে এক কৃষকের ২০০ মণ বোরো ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার তাড়ল রণভূমি গ্রামে লাউআই হাওরে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুল হান্নান। তিনি রনভূমি গ্রামের মৃত ইছলাম উদ্দীন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত লাউআই হাওরের ধান পাহারা দিচ্ছিলেন ছাদ উদ্দিন নামে এক ব্যক্তি। রাত ৪ টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত হাওরে এসে ওই পাহারাদারের হাত-পা বেঁধে রেখে হাওরে উৎপাদিত কাটা ধানে আগুন ধরিয়ে দেয়। পরে সকালে হাওরের অন্য কৃষকরা কাজে গেলে সেখানে আগুন জ্বলতে দেখে কয়েকজন কৃষক চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাহারাদারকে উদ্ধার করে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল হান্নান বলেন, অনেক কষ্টের ফসল কে বা কারা পুড়িয়ে দিয়েছে। ২০০ মণ ধান পুড়ে ছাই হওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
এদিকে, এই অগ্নিকাণ্ডের রহস্য বের করতে দিরাই থানা পুলিশের একটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানালেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ফসলি জমিত যে বা যারা আগুন ধরিয়ে দিয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই