Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আব্দুর রউফ ছিলেন সফল প্রধান নির্বাচন কমিশনার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:২১

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত মোহাম্মদ আবদুর রউফ-এর স্মরণসভা

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আব্দুর রউফ একাধারে সফল আইনজীবী, বিচারপতি ও অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশের বাস্তবতায় প্রায় সবাই কোনো পদের জন্য সচেষ্ট বা সক্রিয় থাকেন। কেউ কেউ বিভিন্নভাবে তদবিরের চেষ্টা করেন। কিন্তু বিচারপতি আব্দুর রউফ একেবারেই ভিন্ন ছিলেন। তার জীবনের এসব বিষয় অনুসরনীয় ও অনুকরণীয়।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত মোহাম্মদ আবদুর রউফ-এর স্মরণে এ আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রয়াত বিচারপতি আব্দুর রউফের ছেলে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক।

সারাবাংলা/আরএম/এইচআই

আপিল বিভাগ আব্দুর রউফ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী