Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৩০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০০:১১

প্রকৌশলী সাইদুর রহমান

বরিশাল: বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় রেইনট্রি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাইদুর রহমান (৪৩) নামে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান ঝালকাঠি জেলা পরিষদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে সাইদুর রহমান মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

প্রকৌশলী নিহত বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর