Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০০:১১

মালামাল পরিবহণকারী ‘খেক্কর গাড়ি’

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গাতে বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মত তিনচাকার মালামাল পরিবহণকারী ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়ে দুপুরে খাবার খেতে বাড়িতে আসছিল। গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সন্তানের করুন মৃত্যুতে শোকে মুসা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হবার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতো। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে আসতো। আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেল।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনর রশীদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এইচআই

গাড়ির নিচে চাপা পড়ে দুর্ঘটনা শিশুর মৃত্যু সন্তানের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর