Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ: বেরোবির সেই শিক্ষকের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০২:৩৫

ড. তানজিউল ইসলাম জীবন বেরোবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

রংপুর: যৌন হয়রানি ও পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিংয়ের অভিযোগে সমালোচনার মুখে পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে পদত্যাগ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশীদ।

ড. তানজিউল ইসলাম জীবন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এর পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথোপকথনের তিনটি অডিও ক্লিক প্রকাশ পেলে সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে শাস্তির দাবি উঠে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে একটি অভিযোগ দিলেও সেটি প্রশাসন আমলে নেয়নি।

তারা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানায়। পরে সর্বশেষ গত ২৪ এপ্রিল নাম পরিচয় গোপন রাখা শর্তে প্রশাসনের কাছে আরেকটি লিখিত অভিযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

সম্প্রতি ড. তানজিউল ইসলাম জীবন ছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিংয়ের অভিযোগ তুলে শাস্তির দাবিতে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল করেন।

সারাবাংলা/এইচআই

নম্বর টেম্পারিং বেরোবি যৌন নিপীড়ন শিক্ষকের পদত্যাগ