Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরের পাড় ভেঙে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২২:৪৪

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, ইয়াসিনসহ পাড়ার শিশুরা মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে মাঠের পাশে নতুন খনন করা পুকুরপাড়ে যায় ইয়াসিন। এ সময় পাড়ের মাটি ধসে ইয়াসিন পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুল উজ জামান খান ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

পানিতে ডুবে মৃত্যু প্রাণ গেল শিশুর সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর