Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত ৫, আহত ৭ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৫

ছবি সংগৃহীত

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহিদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এদিন সকালে রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও জরুরি পরিষেবা অনুসারে, প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।

হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শহিদ রাজী বন্দর ডক দিয়ে মূলত জাহাজে কনটেইনার ওঠানামা করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক এবং পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে। জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

ইরানি বার্তাসংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ শতাংশের এক শতাংশ পরিবহণ করা হয়।

সারাবাংলা/এইচআই

ইরান নিহত বন্দর আব্বাস বন্দরে বিস্ফোরণ বিস্ফোরন