Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ২দিন পর নববধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

নববধূ রিয়া আক্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: বিয়ের দুই দিন পর জেলার সখীপুরে রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো। এর আগে শুক্রবার উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। নীরব সৌদি আরব থাকা অবস্থায়ই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে ওঠেন। ২৩ এপ্রিল বুধবার পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন।

জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নববধূ রিয়ার মৃত্যুতে স্বামী নীরব মিয়া বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

রিয়ার স্বামীর পারিবারিক একটি সূত্র জানায়, নববধূ রিয়ার মা-বাবা পৃথক থাকেন। তাদের বিয়েতে বাবা রাজি থাকলেও মায়ের মত ছিল না। মায়ের সঙ্গে অভিমান করেই রিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, ‘প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নববধূ বিয়ে লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর