Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে এনসিপির ‘পলিটিক্যাল কাউন্সিল’, তৈরি হচ্ছে গঠনতন্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ০০:০৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ০০:১৫

এনসিপির চতুর্থ সাধারণ সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া, গঠনতন্ত্র তৈরির সিদ্ধান্তও নিয়েছে নতুন এই দলটি।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে দলের চতুর্থ সাধারণ সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসনের সঞ্চালনায় সভায় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, এই ‘পলিটিক্যাল কাউন্সিল’ সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে। ‘পলিটিক্যাল কাউন্সিল’ দ্বারা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূণর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

একইসঙ্গে দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এই টিমকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি গঠনতন্ত্র জাতীয় নাগরিক পার্টি পলিটিক্যাল কাউন্সিল