Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ ফাইনালে ৭ শিরোপায় ফ্লিকের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ০৯:২২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১০:০৮

ফাইনালে কখনোই হারের স্বাদ পাননি ফ্লিক

‘ফাইনালে হ্যান্সি ফ্লিক কখনো হারেন না’, প্রবাদটা দাঁড় করিয়েছেন তিনি নিজেই। জাতীয় দল কিংবা ক্লাব, কখনোই কোনো টুর্নামেন্টের ফাইনালে হারের স্বাদ পাওয়া হয়নি ফ্লিকের। বার্সেলোনার হয়েও সেই রেকর্ডটা অক্ষুণ্ণ রাখলেন এই জার্মান কোচ। কোপা ডেল রের রোমাঞ্চকর এক ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। আর এতেই নিজের ক্যারিয়ারের ৭ম ফাইনালে এসে ৭ম শিরোপার স্বাদ পেলেন ফ্লিক।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নাটকীয় ফাইনালে রিয়ালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বার্সা

নিজের ক্যারিয়ারে ফ্লিকের প্রথম ফাইনাল ছিল জার্মানির হয়ে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পান জার্মান কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ফ্লিক। এরপর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ফ্লিক এসেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

বায়ার্ন মিউনিখে ফ্লিক দলকে নিয়ে গেছেন ৪টি টুর্নামেন্টের ফাইনালে। চ্যাম্পিয়ন লিগ, ক্লাব বিশ্বকাপ, জার্মান কাপ ও সুপার কাপের ফাইনালে বায়ার্নের হয়ে শিরোপা জেতেন ফ্লিক।

বার্সেলোনার হয়ে এই মৌসুমে রিয়ালকে হারিয়েই সুপারকোপা জয়ের স্বাদ পান ফ্লিক। গত রাতে আরেক ক্লাসিকোতে রিয়ালকে কাঁদিয়ে কোপা ডেল রে জিতলেন ফ্লিক।

ফ্লিকের সামনে এখন হাতছানি ট্রেবল জয়ের। বার্সা এখনো ৪ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার শীর্ষে আছে। তারা পৌঁছে গেছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও।

সারাবাংলা/এফএম

কোপা ডেল রে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

বিজিপির সঙ্গে বৈঠকে বিএনপি
২৭ এপ্রিল ২০২৫ ১৭:১৮

আরো

সম্পর্কিত খবর