রেফারিকে বোতল ছুঁড়ে কয় ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন রুডিগার?
২৭ এপ্রিল ২০২৫ ১০:০৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১০:৩০
শেষ মুহূর্তে গোল হজম করে হারের প্রহর গুনছে দল। ডাগআউটে বসে থাকা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগার সেই উত্তেজনায় নিজের মেজাজটা ধরে রাখতে পারলেন না। রেফারির দিকে বোতল ছুঁড়ে মেরে ডাগআউটে বসেই দেখলেন লাল কার্ড। এই কাণ্ডেই বড় নিষেধাজ্ঞার হুমকিতে পড়লেন রুডিগার।
আরও পড়ুন- নাটকীয় ফাইনালে রিয়ালকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বার্সা
কোপা ডেল রের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ২-২ এর সমতা। অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটের মাথায় রিয়ালকে হতবাক করে জয়সূচক গোল করেন কুন্দে। ডাগআউটে বসে থাকা রিয়াল ফুটবলাররা রেফারির কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত হতে না পেরে তর্ক জুড়ে দিয়েছিলেন।
ম্যাচের অন্তিম মুহূর্তে সেই তর্কের এক পর্যায়ে রেফারির দিকে তেড়েফুঁড়ে যান কয়েকজন ফুটবলার। সেই সময় রেফারির দিকে বোতল ছুঁড়ে মারেন রুডিগার। এই ঘটনা নজর এড়ায়নি রেফারির। রুডিগারকে বেঞ্চ থেকেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি।
এই লাল কার্ডের পাশাপাশি রুডিগার পেতে পারেন বড় নিষেধাজ্ঞা। লা লিগার নিয়ম অনুযায়ী, রেফারির দিকে কিছু ছুঁড়ে মারলে ৪ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে ফুটবলারদের ওপর।
রুডিগারের পাশাপাশি রেফারির সঙ্গে তর্কের অভিযোগে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজ। রুডিগারের মতো বড় নিষেধাজ্ঞার সম্ভাবনা না থাকলেও কমপক্ষে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এই দুই ফুটবলার।
সারাবাংলা/এফএম