৩২ শিরোপায় কোপা ডেল রের নতুন চূড়ায় বার্সা
২৭ এপ্রিল ২০২৫ ১১:১০
কোপা ডেল রের ইতিহাসে তারাই ছিলেন সবচেয়ে সফল দল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ফাইনালে জয় তুলে নিয়ে নিজেদের ছাড়িয়ে গেছে বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ড ৩২তম কোপা ডেল রের শিরোপা জিতেছে কাতালানরা।
লা লিগার পরেই স্পেনের সবচেয়ে বড় ট্রফি ধরা হয় কোপা ডেল রেকে। এই টুর্নামেন্ট বরাবরই বার্সার প্রিয়। গত রাতের ফাইনালের আগে কোপা ডেল রেতে বার্সার শিরোপা ছিল রেকর্ড ৩১টি। রিয়ালকে হারিয়ে নিজেদের ছাড়িয়ে গেল বার্সা। এই টুর্নামেন্টে এখন তাদের শিরোপা সংখ্যা ৩২টি।
কোপা ডেল রের শিরোপার তালিকায় বার্সার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিক বিলবাও, তারা এই ট্রফি জিতেছে ২৪ বার। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এই শিরোপা জিতেছে ২০ বার।
স্পেনের আরেক পরাশক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ কোপা ডেল রে জয়ের স্বাদ পেয়েছে ১০ বার। আরেক ঐতিহ্যবাহী ক্লাব ভ্যালেন্সিয়া এই শিরোপা জিতেছে ৮ বার। সেভিয়া ৫ বার জিতেছে কোপা ডেল রে, রিয়াল সোসিয়েদাদের ঘরে এই ট্রফি উঠেছে ৩ বার।
গত ১০ বছরে কোপা ডেল রেতে ছিল বার্সার একছত্র আধিপত্য। ২০১৫ থেকে ২০২৫ সালে ১০ বারের মধ্যে ৬ বারই শিরোপা জিতেছে বার্সা। ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২১ ও ২০২৫ সালে ট্রফি জিতেছে বার্সা।
সারাবাংলা/এফএম