Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১১:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা : বায়ুদূষণে আজ বিশ্বের ১২৫ শহরের মধ্যে ১৩ নম্বর অবস্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১০২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। কিন্তু সকাল ৯টার দিকেই ঢাকার অবস্থান ছিল এই তালিকায় ১৩তম। বেলা বাড়তে বাড়তে দূষণের মাণ বেড়ে গেছে।

রোববার (২৭ এপ্রিল) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

দূষিত বায়ুর শহরের তালিকায় ২২২ স্কোর নিয়ে আজও শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৯৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে নেপালের কাঠমান্ডু। ১৬১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে বাহারাইনের মানামা, ১৫১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৪৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে থাইল্যান্ডের চিয়ানমাই। ১০২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান অষ্টম।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, কণাদূষণের একিউআই মান ৫০ থেকে ১০০এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

একিউআই মান ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

ঢাকায় বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর