Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেরে বাংলা ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১১:২৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:৫৬

শেরে বাংলা এ কে ফজলুল হক ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী।

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা এ দেশের মানুষ কোনো দিনই ভুলবে না। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তী হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।’’

তিনি বলেন, ‘‘ঔপনেবিশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশী বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘শেরে বাংলা ছিলেন বহুগুণে গুনান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। তিনি দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।’’

সারাবাংলা/এজেড/ইআ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৃত্যুবার্ষিকী শেরে বাংলা এ. কে. ফজলুল হক

বিজ্ঞাপন

বিজিপির সঙ্গে বৈঠকে বিএনপি
২৭ এপ্রিল ২০২৫ ১৭:১৮

আরো

সম্পর্কিত খবর