দ্বিগুণ হলো শিক্ষকদের উৎসব ভাতা, ঈদুল আজহা থেকেই কার্যকর
২৭ এপ্রিল ২০২৫ ১২:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৮
ঢাকা: দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। আর এই ভাতা সামনে ঈদুল আজহা থেকে কার্যকর হচ্ছে।
এর আগে, সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বের শেষ দিনে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সুখবর দিয়েছিলেন। গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী পবিত্র ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষকদের ৫০ শতাংশ উৎসব ভাতা দেওয়ার জন্য কাজ করছেন কর্মকর্তারা।
উল্লেখ্য, এতোদিন শিক্ষকরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ হারে এই ভাতা পান।
সারাবাংলা/জেআর/ইআ