সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়ার সংস্থা আইডিইএ
২৭ এপ্রিল ২০২৫ ১৩:১৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৭
অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইডিইএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং – ছবি : সারাবাংলা
ঢাকা: বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভূক্তিমূলক দেখতে চায় অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট’ (আইডিইএ)।
রোববার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন এর সঙ্গে সাক্ষাৎ শেষে আইডিইএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং সাংবাদিকদের কাছে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সিইসি’র সঙ্গে বৈঠকে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার নাইলা প্রিওটো উপস্থিত ছিলেন।
আইডিইএ পরিচালক জানান, সিইসির সঙ্গে সাক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এতে সংস্কার কাজের অগ্রগতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি আরও জানান, বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন লিনা রিখিলা তমাং।
সারাবাংলা/ এনএল/আরএস
অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আইডিইএ‘