আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৭ম দিনের বিক্ষোভ কর্মসূচি আজ
২৭ এপ্রিল ২০২৫ ১৩:২৬
ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ ৭ম দিনে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে শ্যামপুর কদমতলী থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোলাইরপার গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। দুপুরে দলের যুগ্ম সদস্য সচিব আবেদীন শিশির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।
এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) বিক্ষোভ করে দলটি। পঞ্চম দিন (২৫ এপ্রিল) বিকাল ৪.৩০টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে দলটি। ২৬ এপ্রিল ৬ষ্ঠ দিন বিকাল ৪.৩০টায় মিরপুর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।
রোববার (২৭ এপ্রিল) ৭ম দিনও তাদের এ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি।
সারাবাংলা/এফএন/এমপি