Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ক্ষমতা আইনে মামলা: আমির খসরুসহ ৫ জনের খালাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৩:৩১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সারাবাংলা

ঢাকা: নিরাপদ সড়ক আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

বাকি আসামিরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি ও মো. রফিকুল ইসলাম নয়ন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুলাই বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খসরুর একটি ‘কথিত’ ফোনালাপ ছড়িয়ে পড়ে।

পরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি তুলে ওই বছরের ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ডিবির তৎকালীন পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শামীম আহমেদ।

মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নামসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে তখনকার ছাত্র আন্দোলনে উসকানির জন্য বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

আমির খসরু খালাস

বিজ্ঞাপন

হিজলায় বজ্রপাতে গৃহবধূ নিহত
২৭ এপ্রিল ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর