নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৫ ১৪:০৪
নোয়াখালী: নোয়াখালী পৌরসভার জালিয়াল গ্রামে বজ্রপাতে নুরুল আমিন কালাম (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন কালাম সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটিয়া গ্রামের নূর আহমেদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দপুরের দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও কালামের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কালাম। সেখানে হ্রদ ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসডব্লিউ