Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎সাবেক এনআইডি ডিজি সুলতানুজ্জামানের এনআইডি ব্লক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে। ফলে তার এনআইডি ব্লক করার কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

‎সম্প্রতি শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ইসিতে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনসহ দুই জন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দেওয়ার আবেদন করেছেন।

বিজ্ঞাপন

‎সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।

উল্লেখ্য, ‎সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিএমটিএফ’র দায়িত্ব নেওয়ার আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।

‎সারাবাংলা/এনএল/ইআ

এনআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর