Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:১৯

শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশুকে তামাকের কাঠি কোড়ানোর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেনের (২০) নামে থানায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত সাব্বির একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

শিশুটির স্বজনরা সারাবাংলাকে জানান, গতকাল তামাকের কাঠি কোড়ানোর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেছে সাব্বির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাব্বিরকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম বলেন, ‘শিশুটি শঙ্কামুক্ত, তবে শারীরিকভাবে অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গতকাল ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

শিশু ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর