Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৫:০২

নিহত বিএনপি নেতা ফজল হক।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা ফজল হক (৫৫) নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলায়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত ফজল হক এর স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনির হোসেনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকালে পারভেজসহ অন্তত ২৫ জন লোক ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফজল হকসহ তার ছেলে ও স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে পারভেজের লোকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ফজল হকের বাঁশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসেবে আজ দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতোপূর্বে কয়েকটি গ্রাম্য সালিশ হয়েছে। আজ হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এসডব্লিউ

জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যু বিএনপি নেতা নিহত