Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৫

গাজায় ইসরায়েলের বোমা হামলা অব্যাহত।

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই অন্তত আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।

গাজার সিভিল ডিফেন্স সংস্থাটি মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশকিছু বেসামরিক আবাসিক বাড়ি, জনসমাগমের স্থান ও ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বাসাল বলেন, ইসরায়েলের এসব হামলায় গাজা শহরের পশ্চিম ও দক্ষিণে দুটি বাড়িতে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় উত্তর গাজার বেইত হানুনে তিন জন নিহত হয়েছেন। মধ্য গাজার আল-জাওয়াইদা শহরের একটি বাড়িতে হামলায় দুজন নিহত হয়েছেন।

গাজার দেইল আল বালাহ শহরের একটি ক্যাফেতে হামলায় চার জন, মাঘাজি শরণার্থী শিবিরের উত্তরে ফিলিস্তিনি জনসমাগমস্থলে ইসরায়েলি হামলায় আরও পাঁচ জন নিহত হয়েছেন।

মধ্য গাজার আল জাওয়াইদা, খান ইউনিসের আল মাওয়াশিতে ইসরায়েলি গোলাবর্ষণে আরও সাত জন নিহত হয়েছেন বলে জানান সিভিল ডিফেন্সের মুখপাত্র বাসাল।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৫১ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১৭ হাজার ৫২৪ জন।

হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শনিবার পূর্ব গাজার শুজাইয়া পাড়ায় একটি বাড়িতে অবস্থানকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এতে বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছেন।

এদিকে, চলমান যুদ্ধের মধ্যে হামাস শনিবার একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত হামাস।

বিজ্ঞাপন

অপরদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় তাদের খাদ্য মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তারা তাদের মজুতের সর্বশেষ খাদ্যটুকু স্থানীয়দের মাঝে বিতরণ করেছেন। এমতাবস্থায় গাজায় সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি প্রধান সাহায্যকারী সংস্থা।

উল্লেখ্য, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করে। এতে অন্তত দুই হাজার ১১১ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও পাঁচ হাজার ৪৮৩ জন।

সারাবাংলা/এসডব্লিউ

গাজায় ইসরায়েলি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর