Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আজ উড়বে ইউরোপের প্রথম কার্গো ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:১২

আজ থেকে চালু হবে কার্গো বিমান।

সিলেট: দেশের ব্যবসায়ী ও প্রবাসিদের অব্যাহত দাবির প্রেক্ষিতে অবশেষে সিলেট বিমানবন্দর থেকে ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে কার্গো ফ্লাইট। সিলেট থেকে ইউরোপগামী প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট এটি।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে সিলেট থেকে ইউরোপগামী এই আন্তর্জাতিক কার্গো ফ্লাইট প্রথমবারের মতো যাত্রা করবে। সিলেট থেকে সরাসরি ইউরোপে পণ্য পরিবহনের মাধ্যমে বাংলাদেশের রফতানি বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।

বিজ্ঞাপন

স্পেনের উদ্দেশ্যে উড়ে যাওয়া এই ঐতিহাসিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ সারাবাংলাকে জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে ২৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইটের শিডিউল করা হলেও চাহিদা অনুযায়ী নিয়মিত কার্গো ফ্লাইট চালু করার ওপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সিলেট অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য, ফলমূল, গার্মেন্টসসহ অন্য পণ্য সহজেই ইউরোপের বাজারে রফতানি করা সম্ভব হবে। এছাড়া প্যাকেজিং হাউজ স্থাপনের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে পণ্য সিলেটে এনে কার্গো বিমানে পাঠানো যাবে।

ভারত কর্তৃক বাংলাদেশের পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরিপ্রেক্ষিতে রফতানি বাণিজ্য সচল রাখতে এবং বিকল্প রুট খুঁজে পেতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা হচ্ছে, এর ফলে ট্রান্সশিপমেন্ট বন্ধের কারণে যে অতিরিক্ত রফতানি খরচের আশঙ্কা দেখা দিয়েছিল তা অনেকাংশে লাঘব হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, খুব শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকেও একই ধরনের আন্তর্জাতিক কার্গো সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ কেবল রফতানি বাণিজ্যের সম্প্রসারণই করবে না, সঙ্গে সঙ্গে আঞ্চলিক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য বাড়াবে এবং দেশের অর্থনৈতিক মর্যাদা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপমুখী কার্গো পরিবহনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী (এসইসি-৩) পুরোপুরি মেনে চলা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন এবং প্রশিক্ষিত লোকবল নিয়োগ করা হয়েছে। তবে ভবিষ্যতে চাহিদা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরের অবকাঠামো ও সরঞ্জামাদির আরও উন্নয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন।

সারাবাংলা/এমপি

কার্গো বিমান সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর