নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
ভেদরগঞ্জ পৌরসভায় দুদকের অভিযান
২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৫:৫৬
শরীয়তপুর: পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল ) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম। এ অভিযানে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুদক।
অভিযান শেষে দুদক জানায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভবন নির্মাণ, নিয়োগ পরিক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভেদরগঞ্জ পৌরসভায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৌরসভার কর্মকর্তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।
দুদক মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু বলেন, ‘প্রাথমিকভাবে পৌর ভবন নির্মাণ ও অফিস সহকারী নিয়োগ পরিক্ষায় কিছু অনিয়মের আভাস মিলেছে। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারাদেশের মতো ভেদরগঞ্জের এ অভিযান পরিচালনা করা হয়েছে।’
সারাবাংলা/এসডব্লিউ