সাবেক এমপি জাফর গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৩
২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৩
ঢাকা: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো.জাফর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
২০১৮ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন তিনি।
সারাবাংলা/এমএইচ/এসআর