মেট্রোরেলে বিদ্যুৎ বিভ্রাট: কারিগরি টিমকে দ্রুত স্পটে পৌঁছানোর নির্দেশ
২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৭
ঢাকা: বিদ্যুৎ বিভ্রাটে মেট্রোরেল চলাচল যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিদ্যুতের সাব স্টেশনে কারিগরি টিম যাতে দ্রুত পৌঁছাতে পারে সে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন সড়ক ও বিদ্যুৎ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, মেট্রো বন্ধ হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কারিগরি টিমকে পৌঁছাতে হবে।
রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সংবাদ ব্রিফিং এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘শনিবার মেট্রোরেল পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে। আমরা সে নির্দেশনা দিয়েছি।’
এর আগে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে সন্ধ্যা ৭টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল এর তথ্যানুযায়ী, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ
মেট্রোরেলে বিদ্যুৎ বিভ্রাট সড়ক ও বিদ্যুৎ উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান