বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে আদালতে বিক্ষোভ কর্মসূচি
২৭ এপ্রিল ২০২৫ ১৭:০৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৩
ঢাকা: দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আইনের আওতায় আনতে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতে আগামী ২৯ এপ্রিল বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন।
তিনি বলেন, ‘খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে তার মতো যেন আর কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ প্রমুখ।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ
আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবি