বিজিপির সঙ্গে বৈঠকে বিএনপি
২৭ এপ্রিল ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৩
ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াঁজো কমিটি।
রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজিপি) নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার সঙ্গে আছেন দলটির মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ফয়সাল তাহের।
বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
সারাবাংলা/এজেড/এসডব্লিউ