Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ নির্বাচনে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:৩২

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি।

ঢাকা: বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ এর প্রার্থীরা।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে দুই প্যানেলের প্রার্থীরা মনোয়ন জমা দেন।

এছাড়া এবার বিজিএমইএ দফতরে ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষ্যে বিজিএমইএ দফতরে আগত দুটি প্যানেলের লিডার ও প্রার্থীদের বিজিএমইএ ভবনে স্বাগত জানান বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন ।

বিজ্ঞাপন

শুরুতে ফোরামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এমএ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদসহ ফোরামের নেতারা।

এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সহ সম্মিলিত পরিষদের নেতারা।

মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল তার সমাপনী বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানান এবং আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ করছে নির্বাচনী বোর্ড।

সারাবাংলা/ইএইচটি/আরএস

দুই প্যানেলের মনোনয়নপত্র জমা বিজিএমইএ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর