শহিদ জসিমের মেয়ের জানাজায় যাচ্ছেন এনসিপি নেতারা
২৭ এপ্রিল ২০২৫ ১৭:৩২
ঢাকা: শহিদ জসিমের মেয়ে লামিয়া আক্তারের (১৭) জানাজায় অংশগ্রহণ ও তার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য পটুয়াখালী যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) জনাব সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ মাগরিব পটুয়াখালীর দুমকি উপজেলায় পাঙ্গাসিয়া ইউনিয়নের নিজ বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সাহসিকতার সঙ্গে তিনি নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এরইমধ্যে দুমকি থানা পুলিশ অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই লামিয়া গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তার মধ্যে চরম হতাশা তৈরি করে। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
সারাবাংলা/এফএন/এসডব্লিউ