Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থানে ‘সি’ ক্যাটাগরি আহতদের মাঝে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৮:০৮

আহতদের মাঝে চেক বিতরণ করছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী: জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে পাঠানো আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুলতানা আক্তার ‘সি’ ক্যাটাগরি ৭১ জনের হাতে প্রত্যেক জনকে এক লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেন।

জুলাই গণঅভ্যুত্থানে ‘সি’ ক্যাটাগরি আহতদের মাঝে চেক বিতরণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার মূখ্য সংগঠন হাসিবুল ইসলাম শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্যসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই গণভ্যুত্থানে আহতদের সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ক্যাটাগরি ‘সি’ আহতরা হলেন যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসা শেষে স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম হবেন।

সারাবাংলা/এনজে

'সি' ক্যাটাগরি আহত চেক বিতরণ জুলাই গণঅভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর