Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৮:০৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

ঢাকা: বাংলাদেশে সফরত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। রোববার (২৭ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানায় ইসলামী আন্দোলনের মিডিয়া সেল।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির চার নেতা। তারা হলেন- ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনের বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগ, ইসলামী আন্দোলনের অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দুই দল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সারাবাংলা/এজেড/ইআ

ইসলামী আন্দোলন চীনা কমিউনিস্ট পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর