জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক
২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:১০
ঢাকা: শিক্ষার্থীদের ওপর হামলা ও অত্যাচারের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করেন।
রোববার (২৭ এপ্রিল) বিকেল ৩.৩০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের থেকে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন- নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল গণি টুটুল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। আরেকজন আটক আকরাম হোসেন। তিনি পদার্থ বিজ্ঞানের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আতাউল গণি টুটুল বলেন, ‘আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম। ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি পদত্যাগ করেছি। বর্তমানে আমি বিশ্ববিদ্যালয়র রেজিস্টার দফতরে স্টোরকিপারে চাকরি করি।’
অপর আটক ছাত্রলীগ কর্মী আকরাম হোসেন বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে আসি। তখন আমায় নিয়ে আসে। আমি প্রথম বর্ষে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম। ওই সময় ছাত্রলীগ নেতারা সবাইকে নিয়ে গেলে আমিও গেছিলাম। এরপর আর কিছু করিনি। আমার কোনো পোস্ট পদবি ছিল না।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করেন। আমাদের কাছে আনলে আমরা প্রক্টর অফিসে নিয়ে আসি। তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কি না এটা যাচাই করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহাদি হাসান জুয়েল বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা বসে দ্রুত একটা সিদ্ধান্ত নেব।’
সারাবাংলা/এসডব্লিউ