Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৯:১০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:৩২

আটক ১৮ সদস্য।

কুমিল্লা: কুমিল্লা নগরীতে বিভিন্ন এলাকায় গত ১২ ঘণ্টায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) রাত ২টা থেকে রোববার (২৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ১৮ জনের মধ্যে ৪ জন যৌথ বাহিনীর অভিযানে এবং বাকি ১৪ জনকে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটক করা হয়।

আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন নগরীর বাগিচাগাঁও বড় মসজিদ এলাকার সোহেল মিয়ার ছেলে রাকিব হাসান শুভ (১৮), লালমাই উপজেলার বাগমারা মনোহরপুর এলাকার সাদেক মিয়ার ছেলে মিলন (১৭), একই এলাকার ফারুক মিয়ার ছেলে মো. ফাহিম হোসেন (১৭), কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাপাপুর গ্রামের আবুল কালাম আজাদ বাবুলের ছেলে নিবির ইনতেছার নিশান (১৯), নগরীর অশোকতলা এলাকার মো. সোহেল রানার ছেলে শাহাদাত হোসেন শান্ত (১৯), নগরীর ৯ নং ওয়ার্ডের নতুন চৌধুরীপাড়া এলাকার মৃত হেলাল আহাম্মেদের ছেলে মো. নেহাল আহাম্মেদ (২৬), নগীরর কান্দিরপাড় এলাকার সুন্দবন কুরিয়ার সার্ভিসের পাশের গলির ভাড়াটিয়া আলিমুদ্দিনের ছেলে সোহাগ (১৭), একই এলাকার ভাড়াটিয়া নিজামুদ্দিনের ছেলে সাইমন (১৭), একই এলাকার সফিকুল আলমের ছেলে সাব্বির (১৭), নগরীর চকবাজার এলাকার মৃত কালু মিয়ার ছেলে সহিদ (১৯), নগরীর সুজানগর এলাকার শুকুর মিয়ার ভাড়াটিয়া জাকিরের ছেলে হৃদয় (১৯), লালমাই উপজেলার দত্তপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইফতেখার হোসেন তাহসিন (১৭), নগরীর রানীর দিঘীর পাড়ের ডা. মাহবুব হাসানের ভাড়াটিয়া মৃত করিম উল্লাহর ছেলে শাহাদাত হোসেন টিপু (২৬), সদরের চম্পকনগর (সাতরা) এলাকার আমির হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২২), নগরীর রেইসকোর্স পুড়াতন পাসপোর্ট অফিসের গলির মৃত আক্তার হোসেনের ছেলে রাফিউল আহাম্মেদ রাফি (২০), নগরীর ঝাউতলা গ্রামীণ অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), নগরীর দুই নাম্বার ওয়ার্ড ফৌজদারী মোড় ডিসি অফিস মসজিদ সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইমরান হোসেন রতন (১৯) এবং সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে শাহপরান (১৮)।

বিজ্ঞাপন

কোতোয়ালী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে

আটক কিশোর গ্যাং সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর