Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১০০ ডিলারের অংশগ্রহণে আমান ফিডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৯:২৪

সম্মেলন অনুষ্ঠানে আমান ফিডের সম্মানিত ডিলাররা।

ঢাকা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১০০ ডিলারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো আমান ফিডের বর্ণিল বার্ষিক ডিলার সম্মেলন ২০২৫। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আমান লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আমান ফিডের ২০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রাণবন্ত আয়োজনে দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আমান ফিডের সম্মানিত ডিলাররা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিলারদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে শীর্ষ বিক্রেতা পরিবেশক হিসেবে প্রথম স্থান অর্জন করেন মো. জামাল উদ্দীন, দ্বিতীয় স্থান লাভ করেন আলিমুল ইসলাম খান এবং তৃতীয় স্থান অর্জন করেন ফকির মো. খালিদ কালিমুল্লাহ। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট—এই আটটি অঞ্চলের প্রতিটিতে তিনজন করে শীর্ষস্থানীয় ডিলারকে আঞ্চলিক পুরস্কারে সম্মানিত করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে আমান ফিড ও আমান গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডিলারদের উদ্দেশে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সাঈদ মাসুদ, উপদেষ্টা শামস উল ইসলাম এবং আমান ফিডের নির্বাহী পরিচালক সাইফুল হাসনাত।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম এবং সমাপনী বক্তব্য দেন গ্রুপের জেনারেল ম্যানেজার (এইচআর) হানিফুর রহমান। আনন্দঘন এই আয়োজনে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনির প্রাণবন্ত উপস্থাপনায় আকর্ষণীয় র‍্যাফেল ড্র আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে বিমোহিত করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

আমান ফিডের ডিলার সম্মেলন