অবৈধ সম্পদ: সাবেক এমপি কাজীম উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা
২৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২৩:৪১
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ৩১৯ টাকার সম্পদ অর্জন করেন কাজীম উদ্দিন। এছাড়া তার নামে থাকা ১৫টি ব্যাংক হিসাবে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া কাজীম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকার নামে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ করেছে দুদক। এজন্য তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সারাবাংলা/আরএম/এসআর