Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমএইএ নির্বাচনে ৩৫ পদে লড়বেন ৯৩ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২০:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২৩:১৬

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতি (বিজিএমইএ)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে ৩৫ পরিচালক পদে প্রাথমিকভাবে লড়ছেন ৯৩ জন। ঢাকা ও চট্টগ্রামে দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ৯৩ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।

শনিবার (২৬ এপ্রিল) রাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, সদস্য আশরাফ আহমেদ ও সচিব মাহমুদুল হাসানের সই করা প্রাথমিক প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আগামী ২৮ মে ঢাকা ও চট্টগ্রামে একযোগে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন বিজিএমইএ’র নিজস্ব ভবনে অনুষ্ঠিত না হয়ে ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে। বিজিএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের পরিচলনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। গেল ৮ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গেল ২২ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। আসন্ন নির্বাচনে ভোটার ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ভোটার ১ হাজার ৫৬১ এবং চট্টগ্রামের ভোটার ৩০৩ জন। এবার গত নির্বাচনের তুলনায় ভোটার কমেছে ৬৩২ জন, গত বছরের মার্চে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অুনষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ২ হাজার ৪৯৬ জন।

প্রসঙ্গত, বিজিএমইএতে নির্বাচন কেন্দ্রিক দুটি প্যানেল- ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’। এই দুই প্যানেল থেকেই নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। গত বছরের মার্চে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের (২০২৪-২৬) নির্বাচনে সব ক’টি পদে জয় লাভ করে সম্মিলিত পরিষদ। গতবছর এই প্যানেলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিহা ডিজাইন (বিডি) লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান কচি। আর ফোরামের নেতৃত্বে ছিলেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও সুরমা গার্মেন্টসের সত্ত্বাধিকারী ফয়সাল সামাদ।

বিজ্ঞাপন

এদিকে এবারের নির্বাচনে ফোরামের দলনেতা রাইজিং ফ্যাশনস’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এর আগে তিনি বিজিএমইএ’র সহ-সভাপতি ও পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিটিএমএ ও বিকেএমইএ’র। আর সম্মিলিত পরিষদে এবার নেতৃত্ব দিচ্ছেন চৈতি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। তিনি ২০১২-১৩ সালে বিজিএমইএর পরিচালক ছিলেন। তাছাড়া, বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদকও।

আরও পড়ুন: বিজিএমইএ নির্বাচন থেকে বাদ ৬৩২ ভুয়া ভোটার

বিজিএমইএ’র বিভিন্ন নেতাদের তথ্যমতে, ফোরাম ও সম্মিলিত পরিষদ, উভয় প্যানেলই এবার ৩৫ পরিচালকের বিপরীতে প্রাথমিকভাবে বেশি প্রার্থী দিয়েছেন। এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন কিনেছেন ৬ জন। বিজিএমইএ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। উভয় প্যানেল থেকেই এবার ৩৫ পরিচালকের বিপরীতে ৪০ এর বিশ প্রার্থী করা হয়েছে। এর মধ্যে ফোরাম প্রাথমিকভাবে প্রার্থী করেছে ৪৪ জনকে, আর সম্মিলিত পরিষদের প্রার্থী ৪৩ জন।

এদিকে, বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ এর প্রার্থীরা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানী উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে দুই প্যানেলের প্রার্থীরা মনোয়ন জমা দেন। এছাড়া এবার বিজিএমইএ দফতরে ছয় জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যে বিজিএমইএ দফতরে আগত দুটি প্যানেলের লিডার ও প্রার্থীদের বিজিএমইএ ভবনে স্বাগত জানান বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন ।

শুরুতে ফোরামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদ সহ ফোরামের নেতারা।

এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ এর সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম সহ সম্মিলিত পরিষদের নেতারা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

২০২৫-২০২৭ মেয়াদ নির্বাচন ফোরাম বিজিএমইএ সম্মিলিত পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর