২ উপদেষ্টার সাবেক এপিএস-পিও’র দুর্নীতি অনুসন্ধানে দুদক
২৭ এপ্রিল ২০২৫ ২০:২২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২৩:৪১
ঢাকা: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (অব্যাহতি পাওয়া) মো. মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (অব্যাহতি পাওয়া) তুহিন ফারাবির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, ‘অভিযুক্ত দুজনের বিরুদ্ধে যাচাই-বাছাই শুরু হয়েছে। সেইসঙ্গে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।’
গেল কয়েক মাসে নানা অনিয়মের অভিযোগ ওঠে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে। সেইসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। এরই মধ্যে তুহিন ফারাবিকে নিজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোয়াজ্জেমকেও অব্যাহতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেঠে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিন সকালে উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে কার্যালয়ে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে দুদকে আসেন সংগঠনের নেতাকর্মীরা। পরে স্মারকলিপি জমা দেওয়া হয়।
সারাবাংলা/আরএম/পিটিএম