Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট ট্রান্সমিশনে দাম কামনোর ঘোষণা বাহন লিমিটেডের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২০:৩৬

বাহন লিমিটেড। লোগোর ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টারনেট ট্রান্সমিশন তথা সঞ্চালন সেবায় দাম কমানোর ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের এনটিটিএন অপারেটর বাহন লিমিটেড। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আহবানে সাড়া দিয়ে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় ট্রান্সমিশন সেবায় কমপক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করা হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিধি ভেদে কোনো কোনো স্থানে ১০ শতাংশেরও বেশি মূল্য হ্রাস করা হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, ‘সরকার জনগণকে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে চায়। এতে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।’

দাম কমার পাশাপাশি এনটিটিএন সেবায় ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে দেওয়ারও দাবি করেছে বাহন। এ বিষয়ে রাশেদ আমিন বলেন, ‘ইন্টারনেটকে ব্যবহারকারীদের কাছে আরও সুলভ করতে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া উচিত। ফ্লোর প্রাইস তুলে ফেলতে বাহন অতীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠিও দিয়েছে। বাহন মনে করে, ফ্লোর প্রাইস তুলে দিলে অনেক জায়গায় এনটিটিএন’র ট্রান্সমিশন ব্যয় ১০ শতাংশের অধিক কমানো সম্ভব।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল একটি এনটিটিএন অপারেটর ইন্টারনেট ট্রান্সমিশনের বিভিন্ন পর্যায়ে দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়ে অন্যান্য টেলিকম অপারেটদের প্রতিও খরচ কমানোর আহ্বান জানান ফয়েজ তৈয়্যব।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইন্টারনেট ট্রান্সমিশন বাহন লিমিটেড