পিএসসি সংস্কারের দাবিতে রাজুতে অনশনরতদের সঙ্গে আলোচনায় উপদেষ্টা আসিফ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৬
২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:৪৬
ঢাকা: পিএসসি সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (২৭ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নুর আলম রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত অবগত হোন। সমাধানের জন্য পিএসসি এবং শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক আলোচনার ব্যবস্থা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সমস্যা সমাধানে আশ্বস্ত করেছেন আসিফ মাহমুদ।
সারাবাংলা/জেআর/এনজে