Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২২:৪৮

সায়মা ওয়াজেদ পুতুল

ঢাকা: রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ করেছেন শেখ হাসিনা। নিজের নামে ছাড়াও জয়, পুতুল, রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের নামে এসব প্লট বরাদ্দ নেন তিনি। পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে।

এর আগে, ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

তিন মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জনকে আসামি করা হয়।

গত ২৬ ডিসেম্বর বরাদ্দ নেওয়া এসব প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর

ইন্টারপোল গ্রেফতারি পরোয়ানা জারি পুতুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর