Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত’

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২২:৫৫

ঢাকা: পিএসসি সংস্কারসহ ৮দফা দাবিতে আন্দোলন ও অনশনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এই কথা বলেন। এ সময় পিএসসির সদস্য জহুরুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, ‘৮ মে অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ৮দফা দাবির জন্য সরকারের উচ্চ পর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে।’

পিএসসির দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এআইএন/পিটিএম

৪৬তম বিসিএস আসিফ মাহমুদ টপ নিউজ পরীক্ষা পিএসসি স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর