Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ০০:১২

সিলেটে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

সিলেট: বেসরকারি বিমান চলাচল ও পর্যটন এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপের উদ্দেশে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্রেইটার ফ্লাইটে আনুষ্ঠানিক উদ্বোধন নিঃসন্দেহে আমাদের জন্য যুগান্তরকারী পদক্ষেপ। এটি কেবল নতুন আকাশ পথের সূচনা নয়, বরং এটি একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

তিনি বলেন, এ উদ্যোগ আঞ্চলিক উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, প্রবাসী সম্পর্ক এবং জাতীয় মর্যাদাকে একত্রিত করে একটি সম্বনিত সাফল্যের রূপ নিয়েছে। এর মাধ্যমে সিলেট হয়ে উঠুক আন্তর্জাতিক বাণিজ্যের এক নবদিগন্ত। আকাশ ছুঁয়ে এগিয়ে যাক নতুন বাংলাদেশ।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাধীনতার ৫৪ বছরে প্রথমবারের মতো সিলেট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপের স্পেনের উদ্দেশ্যে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিমানবন্দরের দ্বিতীয় তলার হলরুমে জনাকীর্ণ এই অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, রাজনৈতিক ও পেশাজীবী নেতা এবং সামরিক ও বেসামরিক নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘যুক্তরাজ্যে প্রায় সাড়ে ৬ লাখ সিলেটি প্রবাসীর বসবাস। তারা দীর্ঘদিন ধরে দেশের রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের বহুদিনের প্রত্যাশা ছিল নিজ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য ও কার্গো নেটওয়ার্ক গড়ে তোলা। আজ সেই প্রত্যাশার বাস্তব রূপ লাভ করেছে।’

তিনি বলেন, ‘এর আগে সিলেটের উদ্যোক্তাদের ঢাকা গিয়ে পণ্য রফতানি করতে হতো, যা সময় সাপেক্ষে ব্যয়বহুল ছিল। এখন সিলেট থেকে সরাসরি পণ্য পাঠানো সম্ভব হবে। বিশেষ করে কৃষিপণ্য ও পচনশীল পণ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ফ্লাইট চালুর ফলে সিলেটের ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে। এতে করে কৃষক উদ্যোক্তা ও ব্যবসায়ী নতুন সম্ভাবনার মুখোমুখি হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

সারাবাংলা/পিটিএম

আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন