গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫
২৮ এপ্রিল ২০২৫ ০৩:২৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৯:১২
গাজীপুর: জেলার বাসন থানা এলাকায় রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলো- পারভিন (৩৫), তাসলিমা (৩০), সিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (১ বছর ৫ মাস)।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, সন্ধ্যা ৭টার দিকে বাসাটিতে রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
এদিকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, গাজীপুরের ঘটনায় শিশুসহ পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম