Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের প্রথম ফ্লাইট আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ০৮:৪০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:২৬

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ (২৮ এপ্রিল) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এ বছরের হজের ফ্লাইট।

সোমবার সন্ধ্যায় আশকোণাস্থ হাজী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বিজ্ঞাপন

রোববার (২৭ এপ্রিল) ধর্ম বিষয়ক উপদেষ্টার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা গেছে, প্রথম হজ ফ্লাইট সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবে। একই দিন সাউদিয়া অ্যাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ করতে যাচ্ছেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

‎আর হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারিভাবে ১১২ জন এবং বেসরকারিভাবে এক হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়াও ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।

‎এদিকে, হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সাউদিয়া ও নাস এয়ারলাইনস। জানা গেছে, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

‎আগামী ৩১ মে পর্যন্ত চলবে হজের ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ১০ জুলাই।

বিজ্ঞাপন

‎চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর