২০তম শিরোপায় ইউনাইটেডকে ছুঁয়ে লিভারপুলের ইতিহাস
২৮ এপ্রিল ২০২৫ ০৯:০২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:২৪
ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ শিরোপার রেকর্ডটি এতদিন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ শিরোপা নিয়ে সবার উপরে থাকা ইউনাইটেডকে এবার ছুঁয়ে ফেলল লিভারপুল। গত রাতে টটেনহামকে উড়িয়ে দিয়ে এবারের মৌসুমের লিগ শিরোপা নিশ্চিত করে নতুন ইতিহাস লিখল ‘অল রেডরা’। ২০ শিরোপা জিতে ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ শিরোপা জয়ী দল এখন লিভারপুল।
১৮৮৮-৮৯ মৌসুম থেকে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রা। তখন অবশ্য এটার নাম ছিল শুধুই ‘ফুটবল লিগ’। ১৮৯২ সালে নাম পালটে রাখা হয় ‘ফুটবল লিগ প্রথম বিভাগ’। এরপর লম্বা একটা সময় এই নামেই আয়োজিত হয়েছে টুর্নামেন্ট। সবশেষ ১৯৯২ সালে আবার বদলে যায় টুর্নামেন্টের নাম। সেবার রাখা হয়েছিল ‘প্রিমিয়ার লিগ’ নামটি, যা এখনো বহাল রয়েছে।
শত বছরের এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০টি শিরোপা জিতে সবার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন তারা। ১৯ শিরোপা নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল লিভারপুল। ১৯০০-০১ মৌসুমে প্রথমবার লিগ শিরোপা জেতে লিভারপুল। এরপর তারা শিরোপার স্বাদ পেয়েছিল আরও ১৮বার। সবশেষ শিরোপার স্বাদ লিভারপুল পেয়েছিল ২০১৯-২০ মৌসুমে।
গত চার মৌসুমে টানা শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের দীর্ঘ ৪ মৌসুমের অপেক্ষা পালা শেষ হয়েছে এবার। বিবর্ণ ম্যানচেস্টার সিটি এবার চ্যালেঞ্জ জানাতে পারেনি মোহাম্মদ সালাহদের। আর্সেনালও খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ৪ ম্যাচ হাতে রেখেই তাই শিরোপা নিশ্চিত করেছে মৌসুমজুড়ে দাপটের সঙ্গে খেলা লিভারপুল।
অ্যানফিল্ডে টটেনহামকে হারিয়ে নিজেদের ইতিহাসের ২০তম লিগ শিরোপা ঘরে তুলল লিভারপুল। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসালেন তারা।
প্রিমিয়ার লিগ জয়ী দলের তালিকায় তৃতীয় স্থানে আছে আর্সেনাল, তাদের শিরোপা ১৩টি। ১০ শিরোপা নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৯ শিরোপা নিয়ে ৫ম স্থানে আছে এভারটন।
সারাবাংলা/এফএম