Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ০৮:৫১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১১:০০

নিহত মাহবুল হো‌সেন।

কুড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মে পাওনা টাকা‌কে‌ কেন্দ্র ক‌রে এক ঝালমু‌ড়ি বি‌ক্রেতার ছুরিকাঘাতে আরেক মসলা বি‌ক্রেতার মৃত‌্যু হ‌য়ে‌ছে।

র‌োববার (২৬ এপ্রিল) দুপু‌রে উলিপুর উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।

নিহত ব‌্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৪)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে। অপরদি‌কে, ঘাতক আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রয় ক‌রতেন, অপরদি‌কে আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রতেন। এক পর্যা‌য়ে তাদের ম‌ধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সুবাদে মাহবুল আলেপ উদ্দি‌নের কা‌ছ থেকে টাকা ধার নেন। র‌োববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করা হয়। প‌রে পাওনা টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের ম‌ধ্যে বাক‌বিতণ্ডা হ‌লে আলে‌পের হা‌তে থাকা চাকু দি‌য়ে মাহবুল‌কে আঘাত করে। প‌রে স্থানীয়রা মাহবুল‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেফতার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রাম ম‌র্গে র‌য়ে‌ছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছুরিকাঘাতে নিহত ১ পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব