পেরেজের সঙ্গে বৈঠকের পরেই রিয়াল ছাড়ছেন আনচেলত্তি?
২৮ এপ্রিল ২০২৫ ১০:০৯
গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছে গত কয়েক মাস ধরেই। কোপা ডেল রের ফাইনালের আগে সেই গুঞ্জনের পালে আরও হাওয়া লেগেছে। ফাইনালের পরেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ছেন কার্লো আনচেলত্তি, শোনা যাচ্ছিল এমনটাই। ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর সেটাকে এখন সময়ের ব্যাপার বলেই মানছেন ফুটবল বোদ্ধারা। এসবের মধ্যেই জানা গেল, রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বৈঠকে বসছেন আনচেলত্তি।
এবারের মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়ালের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর তারা হেরেছেন কোপা ডেল রের ফাইনালও। লা লিগাতেও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছেন তারা। সব মিলিয়ে বড় ট্রফিহীন এক মৌসুম পার করার দ্বারপ্রান্তে রিয়াল।
রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। তবে ব্রাজিলের কোচের পদ খালি হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, রিয়াল ছেড়ে সেলেসাওদের দায়িত্ব নেবেন তিনি। এই মৌসুমে রিয়ালের বাজে পারফরম্যান্স তার এমন সিদ্ধান্তের পেছনে প্রভাবক হিসেবে কাজ করবে বলেই ধারণা করা হচ্ছে।
কোপা ডেল রের ফাইনালে বার্সার কাছে হারের পর আনচেলত্তির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত কেবল সময়ের ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে। ইএসপিএন বলছে, রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে এই সপ্তাহেই ক্লাব প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে বসবেন আনচেলত্তি। এই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার ঘোষণা দিতে পারেন তিনি। সেক্ষেত্রে ক্লাব বিশ্বকাপের আগেই নতুন কোচের সন্ধানে নামতে হবে রিয়ালকে।
সবকিছু ঠিকঠাক থাকলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার এই মৌসুমের শেষ ম্যাচই হতে যাচ্ছে আনচেলত্তির বিদায়ী ম্যাচ। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হিসেবে আগামী জুনেই দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে আনচেলত্তির।
সারাবাংলা/এফএম