Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচারপ্রক্রিয়া নিশ্চিত হলে লামিয়ার জীবন দিতে হতো না’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১০:১১

শহিদ জসিমউদদীনের গ্রামের বাড়িতে আসেন আসেন রুহুল কবির রিজভী।

পটুয়াখালী: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি এসেছিলো, সে যে বিচার চাচ্ছিলো, সে সময় বিচার প্রক্রিয়া নিশ্চিত হলে হয়তো আজকে পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হতো না।’

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার জানাজার আগে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আয়না ঘর থেকে বিচার বহির্ভূত হত্যার যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি সেখান থেকে মুক্তির জন্য সর্বশেষ যে পৃথিবী কাঁপানো অভ্যুত্থান হয়েছিল সেখানে লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি জীবন দিয়ে অংশগ্রহণ করেছিল। তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছি। লামিয়ার বাবা জসিমউদদীনসহ আরও অনেকের আত্মদানের মাধ্যমে আজ আপনাদের মাঝে কথা বলার সাহস পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি। একজন মানুষ কারো দ্বারা নির্যাতিত হলে সে যদি বিচারপ্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে, এটা আজকে গোটা জাতির প্রশ্ন। গনতন্ত্রের মর্মবাণী হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর আদালত হচ্ছে বিচারের সর্বশ্রেষ্ঠ জায়গা। যেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয়, বঞ্চিত হয়, সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে, সেই সমাজের মধ্যে পরিব্যক্ত হয় এক ভয়ংকর হতাশা। ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করছে।’

বিজ্ঞাপন

গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন শহিদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া। পরে নিজেই থানায় মামলা দায়ের করেন তিনি। পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পিতার মৃত্যু এবং ধর্ষনের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

লামিয়ার পরিবারকে সান্তনা দিতে শহিদ জসিমউদদীনের গ্রামের বাড়িতে আসেন আসেন রুহুল কবির রিজভী। এছাড়াও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও লামিয়ার জানাযায় অংশগ্রহন করেন।

২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন জসিম উদ্দিন।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর